ঐ মাটির নিচে কবরের মাঝে
কেমন লাগবে মন?
পৃথিবীতে তুমি ধনি হবে বলে
করেছ হাজার পণ।
একটি কাগজে অনেক নকশা
গায়ে লেখা তার সংখ্যা,
এই নকশা করা কাগজ পেতে
বাজিয়েছ কত ডঙ্কা!
তুমি কি জানোনা দেহখানা এক
নিছক পুতুল সমান,
নিজেকে নাচালে নাচবে দেহ
আত্মা পাবেনা পরিত্রাণ!
তোমার যৌবন আর রূপসী দেহের
কতদিন তার মেয়াদ?
সাড়ে তিন হাত এক ঘরের মাঝে
বাঁশের তৈরি ছাদ।
তবুওতো মন তুমি করছ তৈরি
দালান কোঠা আর অর্থ,
মহান রবের কাছে আছে অজস্র
ক্ষমা প্রার্থনার সহজ শর্ত।
পরের জনমের জন্য তোমায়
এখনই কর তৈরি,
দিনে দিনে বেশ হচ্ছে দেখো
পরিবেশটা বৈরী।
-মোঃ সানাউল্লাহ রিয়াদ
কবি ও লেখক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন