বউয়ের জ্বালায় জ্বলছি আমি
সকাল, দুপুর, রাত্রি,
আমার কথায় চলার মতো সে
নয়তো নরম পাত্রী!
গরম থাকে মাথা বউয়ের
ডিগ্রী ছাড়া ভাই,
এমন বউরে নিয়া আমি
কোথায় বলো যাই?
ভালো কথার দাম নেই ভাই
বোঝেনা সে মশকারি,
আমি কোনো বললে কথা
বিষম মারে ঝাড়ি।
প্রথম যখন দেখছি তারে
নরম ছিলো সুর,
এখন তাহার কন্ঠ কেনো
এত সুমধুর?
সারাদিন তুমি খাটাখাটনি
যতোই করো ছাই,
তোমার দরদ বোঝার মতো
নাইতো কেউ ভাই।
কথায় কথায় বলবেন তিনি
তুমি আগের মতো নাই,
বিয়ের পরে পরিবর্তন হয়েছ
নিয়মিত শুনিরে ভাই।
-কবি: মোঃ সানাউল্লাহ রিয়াদ
এবার অতিরিক্ত মধুতে হলো
ডায়াবেটিস ভাই,
বেঁচে আছি ঠিকই আমি
নিজে নিজেরতো আর নাই।
অবিবাহিত পুরুষ যতো
গেলাম বার্তা দিয়ে,
ভেবে দেখো করবে কি না
জীবন থাকতে বিয়ে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন