সি
নিয়র রিপোর্টার:
স্থানীয় পর্যায়ে মাছ চাষে উদ্বুদ্ধ করতে সাউথ ডিভিশনের আওতায় এবং ব্র্যাক মাইক্রোফিন্যান্স এর সহযোগিতায় বরগুনার ১৪৮ জন মাছ চাষীর মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল দশটার দিকে বরগুনা সদর উপজেলা পরিষদের সামনে এই মাছের পোনা বিতরণ করা হয়।
বরগুনা অঞ্চলে মাছ ধরার নিষিদ্ধকালীন সময়ে স্থানীয় পর্যায়ে বহু পুকুর বিদ্যমান থাকলেও মাছ চাষের উপযুক্ত জ্ঞান না থাকায় অনেক পুকুরই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মাছ চাষে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ ও সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যেই ১৪৮ জন মাছ চাষীকে ১ লক্ষ ৪৮ হাজার পিস তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়।
এ পোনা বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইয়াসিন আরাফাত রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মারুফ হোসেন রবিন, আঞ্চলিক ব্যবস্থাপক-দাবি মাহমুদুল হাসান, ব্রাক জেলা সমন্বয়ক মোঃ মারুফ পারভেজ, সেক্টর স্পেশালিষ্ট সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন