স্টাফ রিপোর্টার :
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ বুড়িরচর গ্রামে এক নারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. আসমা (৩৬) অভিযোগ করে জানান, গত ২১ জুলাই সন্ধ্যায় প্রতিবেশীরা তার বাসায় ঢুকে তাকে মারধর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা একজন গৃহবধূ। তার স্বামী মো. বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. কামাল হোসেনের ছেলে মো. হাসান (৩২) ও তার স্ত্রী সনিয়া (২৮) হঠাৎ তার বাড়িতে প্রবেশ করে কাঠফলা গাছের ডাল দিয়ে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করে। এ সময় আসমার মা বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় আসমাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তিনি বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মোসা. আসমা বলেন, "আমি নাকি হাসানের কাঠবাদাম নিয়ে গেছি এই অজুহাতে হাসান ও তার স্ত্রী সনিয়া আমাকে মারধর করে। আমাকে রক্ষা করতে আসা আমার মাকেও তারা আঘাত করে। এখন তারা আমাদের হুমকি দিচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।"
স্থানীয় বাসিন্দা মো. ছগির হাওলাদার বলেন, "হাসান প্রায়ই প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ করত যে তারা তাকে হয়রানি করে। মেয়ের সঙ্গে বাদাম নিয়ে কথা কাটাকাটি হইছি। এ বিষয় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।"
অভিযুক্ত মো. হাসান বলেন, "আমাদের পারিবারিক জমি তারা দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছিল। দুই বছর আগে স্থানীয়দের মাধ্যমে জমি ফেরত পাই। সেই থেকেই তারা আমাদের প্রতি শত্রুতা পোষণ করছে। সামান্য কয়েকটা ‘কাট বাদাম’ নিয়ে আমার ছোট মেয়ের সঙ্গে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ করেছে। আমার স্ত্রী গর্ভবতী, অথচ তাকেও অপমান করা হচ্ছে। এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।"
এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন