মো: সানাউল্লাহ্ রিয়াদ:
"দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে বরিশাল বিভাগের অন্যতম পাথরঘাটা থেকে প্রতিষ্ঠিত এনজিও সংগ্রাম। আর্থ সামাজিক উন্নয়ন থেকে শুরু করে এ অঞ্চলের বেকারত্ব দূর করতে সংগ্রাম এর অবদান অনস্বীকার্য। প্রতিষ্ঠানটি যদিও বেসরকারি বলি, তবুও বলা যায় এটি সরকারেরই একটি সহযোগী প্রতিষ্ঠান।"
সংগ্রাম সম্পর্কে এমন মন্তব্য করে বামনা উপজেলায় সংগ্রাম এর বাস্তবায়নে ও সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে শ্রেষ্ঠ পিতা ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা ক্রেস্ট বিতরণ, শিশু-কিশোর, যুব পুরুষ ও নারীদের নিয়ে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে পাথরঘাটা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো: মহসিন কবির এসব কথা বলেন।
তিনি বলেন- "যে সমাজে গুণীজনের কদর থাকে না, সে সমাজে গুণীজন জন্মায় না। আজকের যে গুণিজনদের সংবর্ধণা দেয়া হয়েছে, এ সংবর্ধণার মাধ্যমে কিছুটা হলেও স্বীকৃতি পেয়েছে বলে আমি মনে করি। এই সংবর্ধনায় অনুপ্রাণিত হয়ে এই মানুষগুলোর মতো অন্য মানুষগুলোও সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে।"
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সংগ্রাম এর পরিচালক (প্রশিক্ষণ) মো: মাসউদ সিকদার।
শনিবার (২৮ জুন) জেলার বামনা সরকারি কলেজ প্রাঙ্গণে গুণিজন সংবর্ধণা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগ্রাম এর সিনিয়র পরিচালক (প্রোগ্রাম) মো: ইউসুফ এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক (প্রোগ্রাম) এ,এন,এম, আশরাফ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেগম ফাইজুন্নেছা মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান, ম্যান ফর ম্যান এর নির্বাহী পরিচালক এম, এ, মতিন আকন, বামনা সরকারি কলেজ এর সিনিয়র প্রভাষক মো: জাকির হোসেন, অবলম্বন এর নির্বাহী পরিচালক মো: শহিদুল ইসলাম। এসময় সৃমদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচী সমন্বয়কারী মোঃ মাসরুরুল আলম নাছিম, সহকারী উপজেলা কর্মসূচী সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ফয়সাল হোসেন।
সংগ্রাম শিশু-কিশোর ও যুবকদের সামাজিকভাবে গড়ে তুলতে বামনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব গঠন করেছে। এ ক্লাব এর মাধ্যমে তাদের বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে তরুণদের করণীয় বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সুখি ও সমৃদ্ধি সমাজ বিনির্মানে প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছে।
উল্লেখ্য, এই একই অনুষ্ঠান বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে গত শুক্রবার (২৭ জুন) জ্ঞান পাড়া খলিফার হাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন