উন্নয়ন সংগঠক হিসেবে ৬টি এনজিও প্রধান পেল সম্মাননা - মুক্তকণ্ঠ২৪ | মুক্তচিন্তার প্রতিধ্বনি।

Post Top Ad

Responsive Ads Here

উন্নয়ন সংগঠক হিসেবে ৬টি এনজিও প্রধান পেল সম্মাননা

Share This



সামাজিক ক্ষেত্রে অবদান এবং উন্নয়ন সংগঠক হিসেবে বরিশাল বিভাগের অন্যতম এনজিও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) এর প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

একটি সমাজ বিনির্মানে বিভিন্ন প্রচেষ্টার অগ্রভাগে থাকা উদ্যোক্তাদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে বরগুনার ছয় সংস্থা প্রধানকে বিএনডিএফ কর্তৃপক্ষ  সম্মাননা স্মারক প্রদান করে সম্মানীত করেছেন। বিএনডিএফ প্রথমবারের মত এই উদ্যোগ গ্রহণ করেছে। সম্মাননা স্মারক প্রদান করার মাধ্যমে বরগুনার এই ৬টি সংস্থার সম্মান বৃদ্ধি পেয়েছে।

সংগ্রাম ছাড়াও বরগুনা এনজিও ডেভেলপমেন্ট ফোরাম (বিএনডিএফ) কর্তৃপক্ষ সামাজিক ক্ষেত্রে এবং উন্নয়ন সংগঠক হিসেবে আরও ৬টি এনজিও এর প্রধানদের সম্মাননা প্রদান করেছে। এছাড়াও হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, রুরাল ডেভেলপমেন্ট ফোরাম (আরডিএফ) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, সংকল্প ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মীর্জা শহিদুল ইসলাম খালেদ ও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। 

গত ২৭ ফেব্রæয়ারি-২৫ আরডিএফ টাওয়ারে এ সম্মাননা প্রদান করা হয়। বিএনডিএফ কর্তৃক আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক সংগঠকদের হাতে তুলে দেন- বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ^াস। 

বরগুনা এনজিও ডেভেলপমেন্ট ফোরাম (বিএনডিএফ)’র সভাপতি জাকির হোসেন মিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার। এসময় বরগুনা জেলায় অবস্থিত বিভিন্ন পর্যায়ের এনজিও প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্মাননা স্মারকপ্রাপ্ত সংগঠকরা বলেন- নিশ্চয়ই আগামীর পথ চলা আরও বেগবান হবে। এই স্বীকৃতি আমাদের অনুপ্রেরণার একটি জায়গা তৈরি করে দিয়েছে।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages